According to Vastushastra, if you sit in any direction, you will get good results, take a look
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : বাস্তুমতে কোন দিকে বসে পরীক্ষা দিলে আসবে ভাল ফল। পরীক্ষায় সাফল্য কে না পেতে চান। আর এই সাফল্য যে শুধু পরিশ্রম করলেই পাওয়া যায় একথা একেবারেই ভুল, সঙ্গে দরকার ভাগ্য ও বাস্তুর সহায়তা। বাস্তব জীবনে অনেক ছাত্র-ছাত্রীকেই দেখা হাজার পরিশ্রম করা সত্ত্বেও পরীক্ষায় ভালো ফল করতে পারেন না। বাস্তু শাস্ত্রে মতে, গ্রহের অবস্থানের জন্যই মানুষের উন্নতির পথে বাধা আসে। আর বাস্তু শাস্ত্রে সকল সমস্যা সমাধানের রাস্তা রয়েছে।
এক নজরে দেখে নেওয়া যাক পরীক্ষার সময় কয়টি বাস্তু টোটকা মেনে চললে পরীক্ষায় অবধারিত ফল ভালো হবেঃ-
* হিন্দি , সংস্কৃত পরীক্ষার দিন পরীক্ষাকক্ষে বসুন উত্তর-পূর্ব দিকে মুখ করে।
* কেমিস্ট্রি, বায়োলজি পরীক্ষায় দক্ষিণ-পূর্ব দিকে মুখ করে বসে পরীক্ষা দেওয়া শুভ।
* অঙ্ক ও অ্যাকাউন্টস পরীক্ষায় যে বেঞ্চে বসলে উত্তর দিকে মুখ করে বসা হবে, সেই দিকে মুখ করে বসুন। এতে পরীক্ষায় ভালো ফল পেতে পারেন।
* ফিজিক্স, এগ্রিকালচার পরীক্ষার দিন দক্ষিণ দিক মুখ করে বসে পরীক্ষা দিলে ফল ভালো হয়।
* বাস্তু মতে, বিজনেস স্টাডিজ, আইন, অর্থনীতি, ইংরেজি, ইতিহাস পরীক্ষার দিন পশ্চিম দিকে মুখ করে বসে পরীক্ষা দেওয়া শুভ।
* সাইকোলজি পরীক্ষার দিন দক্ষিণ-পশ্চিম দিকে মুখ করে বসে পরীক্ষা দিলে সকল বাধা কেটে যায়।
* গার্হস্থ্য-বিজ্ঞান কিংবা ভূগোল পরীক্ষায় ভালো ফল পেতে উত্তর-পশ্চিম দিকে মুখ করে বসুন।