কবি সুবল সরদার
Vasant Utsav is one of the great bonds of student life, Arun-Vimal-Kiran-like golden morning light which is remembered throughout life.
জীবন কথা
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
দোলে বসন্ত আসে দখিণা বাতাসে ভেসে কোকিলের ডানা মেলে। দোল উৎসব মানে শুধু রঙ মাখার দিন। ভালোবাসার দিন। বসন্তের বাতাসে লাগে দোলের মাদকতা। ভালোবাসার রঙ বাতাসে ভাসে রঙ মশলা নিয়ে। দু’হৃদয়কে জুড়ে দেয় রঙে রঙে মিলে। তাই দোল (বসন্ত ) উৎসবকে ভালোবাসার খেলা বলে। বসন্ত উৎসব দু’মনের মিলন খেলা বলে এতো মধুর হয়। ভালোবেসে, রঙ খেলে ঝুলনে দোলে দোদুল! ঋতু চক্রের পথ বসন্তের সোনালী প্রভাত দোল খেলে রঙের উৎসবে। সাতটি রঙ বিভাজিকা হয়ে বর্ণে বর্ণে কখন মিলিয়ে যায় বর্ণালী হয়ে শরীর থেকে শরীর ছুঁয়ে, মন থেকে মন ছুঁয়ে।
রঙ মেখে দোল খেলে দূর হয় আমাদের গোল, ভাঙ্গে আমাদের ভুল । এমন দিন মাখবো রঙ , খেলবো হোলি শুধু তোমার সনে সখি। দোল আমাদের নান্দনিক মনের বহিঃপ্রকাশ। তাই দোলে পরিবর্তনের ছাপ আসে আমাদের মনে সৌন্দর্যের রূপ হয়ে । নানা রঙের রঞ্জিত মিলন মেলা হয়ে ওঠে। আবিরে আবিরে মুখে ছবি আঁকে। সে লেখে -আই লাভ ইন্ডিয়া, আই লাভ ইউ । এভাবে দোল ভাষা হয়ে ওঠে, মনের কথা বলে। সে বলে -এসো হে প্রিয়, কাছে, আরও কাছে। মনে রঙ লাগে। দোল খেলে ঝুলনে ঝোলে। মন মাতানো সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটে প্রকৃতি থেকে মনে। তখন ভাষা হয়ে ওঠে কবিতা। তখন মন হয়ে ওঠে প্রেমিক। তখন কূজনে কূজনে আমরা দুজনে সুজনে কুঞ্জবন খেলি হোলি। পলাশ রাঙা হোলির ভাষা অলির কথা মিষ্টি সংলাপে ভরা । আলাপে প্রলাপে সংলাপে শুধু রঙ খেলা। প্রকৃতি দোল খেলে শাল- পলাশের বনে লালে লাল হয়ে উঠে। স্থান- কাল -পাত্র জুড়ে বিশ্বময় এমন প্রেমের খেলা অপার অপার্থিব আনন্দ দান করে। এমন মর্মস্পর্শী,বিশ্বজনীন আবেদনময় উৎসবের বিকল্প উৎসব শুধু দোল।
রাধা কৃষ্ণের দোল খেলা- দৈবিক উৎসব থেকে কখন লৌকিক, মানবিক উৎসবে পরিণত হয়।
বিশ্বাস, ঐতিহ্য, পরম্পরার উৎসব দোল। দোল, হোলি, বসন্ত উৎসব বিভিন্ন নামে দোল উৎসব পালিত হয়। বিশ্ব কবি রবীন্দ্রনাথ নাথ ঠাকুর শান্তি নিকেতনে বসন্ত উৎসব পালন করেছিলেন। শান্তিনিকেতন থেকে ঠাকুর বাড়ির জোড়াসাঁকো থেকে বিভিন্ন ইউনিভার্সিটির, কলেজে কলেজে ছাত্র ছাত্রীরা বসন্ত উৎসবে মেতে ওঠে। বিনি সুতোর মালার মতো বসন্ত উৎসব ছাত্র জীবনে ভালোবাসার মালা গাথে। বসন্ত উৎসব ছাত্র জীবনের এক মহান বন্ধন, অরুণ- বিমল- কিরণের মতো সোনালী প্রভাতের আলো যা সারা জীবন মনে থাকে । এমন রঙ্গীন উৎসব সারা জীবন রঙ্গীন করে রাখে। বসন্ত উৎসব ছাত্র জীবনের কবিতা রোমান্সে ভরা নষ্ট্যালজিক কখনো বা বিরহ শোকে গাঁথা।