Varun Gandhi was sacked for criticizing the government, Speculation on Menka’s statement
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বিজেপির সরকারের সমালোচনা করাতেই ছেঁটে ফেলা হয়েছে প্রয়াত সঞ্জয় গান্ধীর পুত্র বরুণ গান্ধীকে, এমনই বিস্ফোরক তথ্য জানালেন স্বয়ং তাঁর মা তথা বিজেপি নেত্রী মেনকা গান্ধী। বিজেপির তরফ থেকে গত লোকসভা ভোট পর্যন্ত সাংসদের টিকিট পেয়ে জিতলেও এবারে আর বরুণকে বিজেপি টিকিট দেয়নি। তিনি নিজেও যথেষ্ট হতাশ। তবে তাঁর পা তথা প্রাক্তন মন্ত্রী মেনকা গান্ধী এবারও লড়বেন নিজের সুলতানপুর কেন্দ্র থেকেই। যদিও নিজের আসন পিলভিট থেকে লড়তে পারবেন না বরুণ গান্ধী। তাঁর মা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ছেলে ভোটে না দাঁড়ালেও মোটেই হতাশ নন। যদিও তাঁর মতে, নিজের এক্স হ্যান্ডেলে একাধিক বিষয়ে বিজেপির সরকারের সমালোচনা করার জন্যই হয়ত বরুণকে এবারে টিকিট দেয়নি ভারতীয় জনতা পার্টি, আর কোনও কারণই খুঁজে পাচ্ছেন না বিজেপি নেত্রী।