Valentine’s Day Special Chop is available at Bandel
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : সামনেই ভালোবাসার দিবস। ভ্যালেন্টাইনস ডে। জগৎজুড়েই ভালোবাসার মরশুম চলছে! বাঙালির ভ্যালেন্টাইনস ডে’ হল সরস্বতী পুজোর দিন। এবছর ক্যালেন্ডারের দিন সরস্বতী পুজো ও পশ্চিমী দুনিয়া সেন্ট ভ্যালেন্টাইনের দিন মিলে গিয়েছে। ফলে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইনস ডে’র জোড়া উৎসব এবছর। এমন বিশেষ দিনে বিশেষ খাওয়া দাওয়ার আয়োজন থাকে। বাঙালির সাথে চপের একটা নিবিড় সম্পর্ক আছে। সেকথা মাথায় রেখে ব্যান্ডেলের এক চপ বিক্রেতা বানিয়ে ফেললেন নতুন ধরনের চপ। হার্ট শেপের চপ! ব্যান্ডেলের এই চপ রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।
ব্যান্ডেল স্টেশন রোডেই চপের দোকান তপন সাহা, জোৎস্না সাহার। হার্ট শেপের চপ খেতে এই দম্পতির দোকানে ভিড় হচ্ছে। দোকান খুলতেই ক্রেতার ভিড়। চাহিদা একটাই নতুন ভ্যালেন্টাইন চপ। রাতারাতি এই চপের চাহিদা যে রাতারাতি এত তুঙ্গে উঠে যাবে তা ভাবতে পারেননি এই দম্পতি! ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে অন্য কিছু করার ভাবনায় আসেষ তখনই হার্ট আকৃতির চপ তৈরি করা হয়।
হার্ট তো লাল রঙের হয়। এই চপ ভাঙলেও সেই লাল রঙের দেখা মিলবে। চপ বাজারে নিয়ে এসেছেন তাঁরাও দম্পতি। ব্যান্ডেল স্টেশন রোডে পাশে তপন সাহা ও জ্যোৎস্না সাহা স্বামী-স্ত্রী