Delhi Police accused Vaibhav of trying to destroy evidence
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ফোনোর সব তথ্য মুছে ফেলেছেন বৈভব কুমার, দিল্লির মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়কের বিরুদ্ধে এমনই অভিযোগ আনল দিল্লি পুলিশ। এক্ষেত্রে বৈভবের পাশাপাশি আম আদমি পার্টির সুপ্রিমোকেও জড়ানো হয়েছে, কারণ দিল্লি পুলিশ জানিয়েছেন স্বাতী মলিওয়ালের ওপর শারীরিক নির্যাতনকাণ্ডে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি এবং সংলগ্ন এলাকার যে সিসিটিভি ফুটেজ উদ্ধার হয়েছিল, তাঁর মধ্যে গুরুত্বপূর্ণ অংশ ব্ল্যাঙ্ক রয়েছে। এদিকে শনিবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রী ব্যক্তিগত সচিব বৈভব কুমার আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন, সেখানে দিল্লি পুলিশ দাবি করে ফোনের সব তথ্য তিনি ফর্ম্যাটের মাধ্যমে মুছে ফেলেছে। এক্ষেত্রে প্রমাণ নষ্ট করেছেন বৈভব। তাঁকে হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাদ করতে চায় বলেও জানিয়েছে। কারণ স্বাতী মালিওয়ালের ওপর ঠিক কি কারণে এমন হেনস্থা করেছেন, তা উদঘাটন হওয়া দরকার বলে জানিয়েছে দিল্লি পুলিশ।