Road accident in Uttar Pradesh, at least 15 people, including 7 children, died after the tractor overturned
দেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : উত্তরপ্রদেশের কাসগঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা। হরিদ্বার যাওয়ার পথে ট্রাক্টর উল্টে প্রাণ গেল সাত শিশু এবং প্রায় ১৫ জন তীর্থযাত্রীর। গুরুতর আহত অবস্থায় অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, হরিদ্বারে গঙ্গাস্নানের জন্য ট্রাক্টরে করে যাচ্ছিলেন গ্রামের বাসিন্দারা। কাসগঞ্জে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায় ওই ট্রাক্টরটি। মৃতদের মধ্যে বেশিরভাগই শিশু এবং মহিলা। একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়েই নিয়ন্ত্রণ হারান ট্রাক্টরের চালক। সঙ্গে সঙ্গে তা উলটে পুকুরে পড়ে যায়। খবর দেওয়া হয় পুলিশ। দেহগুলি উদ্ধার করা হয়েছে। আহতরা হাসপাতালে।
গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি। পুলিশ আধিকারিকদের দ্রুত উদ্ধারকাজ শেষ করতে বলেছেন মুখ্যমন্ত্রী। আহতদের যাতে চিকিৎসায় কোনও গাফিলতি না হয়, সেই বিষয়টিও সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।