July 27, 2024 7:10 am

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

July 27, 2024 7:10 am

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

Uttam Kumar: সন্দেশখালিকে চিনিয়েছিলেন মহানায়ক উত্তমকুমার, সেই গ্রাম এখন খবরের শিরনামে, কারণ বর্তমানে নতুন করে সন্দেশখালি চিন্তে হচ্ছে শাহজাহানকে দিয়ে !

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Sandeshkhali was known by Mahanayak Uttamkumar, that village is now in the headlines

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সন্দেশখালি খবরের শিরনামে। পেপার হোক বা টিভি খুললেই সন্দেশখালিনিয়ে। বিগত কিছুদিন ধরেই সন্দেশখালি নিয়ে উত্তাল গোটা বাংলা। রাজ্যের শাসক দলের নেতাদের অত্যাচারের বিরুদ্ধে ক্ষোভে অগ্নিগর্ভ গ্রামের পর গ্রাম। নারী নির্যাতনের, জমি দখল, পুরুষদের তুলে নিয়ে যাওয়া সহ একাধিক অভিযোগ শাহজাহান ও তার লোকেদের বিরুদ্ধে। এই সন্দেশখালিতে একদা শুটিং হয়েছিল মহানায়ক উত্তম কুমার অভিনীত একটি জনপ্রিয় ছবি ‘অমানুষ’ এর। যা বাংলার পাশাপাশি হিন্দিতেও জনপ্রিয়তা পেয়েছিল। পরিচালক শক্তি সামন্ত পরিচালিত ১৯৭৪ সালের মুক্তিপ্রাপ্ত সুপার হিট এই বাংলা সিনেমায় উত্তম কুমার ছাড়াও অভিনয় করেছিলেন কিংবদন্তি অভিনেতা উৎপল দত্ত, অভিনেত্রী শর্মিলা ঠাকুর সহ আরও একাধিক প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রীরা।বিগত কয়েক দশক পেরিয়ে আজও এই এই সিনেমার প্রতি মানুষের ভালোবাসা একই রয়েছে। এই সিনেমায় সন্দেশখালির নদী, জঙ্গল সহ একাধিক প্রাকৃতিক দৃশ্য দেখানো হয়েছিল। জানা যাচ্ছে, অমানুষ সিনেমায় যে গ্রামের দৃশ্য দেখানো হয়েছিল তা আসলে সন্দেশখালির ২ নম্বর ব্লকের ভাঙ্গা তুষখালী গ্রাম। শক্তিপদ রাজগুরুর লেখা ‘নয়া বসত’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছিল এই ‘অমানুষ’ সিনেমাটি। কিছুদিন আগে পর্যন্ত-ও উত্তম কুমারের ব্যবহৃত লঞ্চটি অক্ষত অবস্থায় ছিল। পিডব্লিউডির সেই পুরনো বাংলো আজও রয়েছে। শুটিং শেষে মহানায়ক উত্তম কুমার এই বাংলোতে বিশ্রাম নিতেন।অমানুষ সিনেমায় নারী নির্যাতন, গরিবদের উপর অত্যাচারের বিরুদ্ধে মহিম ঘোষালের অত্যাচারের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ করেছিলেন গোটা গ্রাম। আজও ঠিক সেই একই ছবি সন্দেশখালিতে দেখা যাচ্ছে। শেখ শাহজাহানের বিরুদ্ধেও প্রতিবাদ জানাচ্ছেন সন্দেশখালির মানুষরা। সিনেমা আর বাস্তব মিশে একাকার হয়ে গেছে। শুধু অমানুষ নয়, মুনমুন সেন, সন্তু মুখোপাধ্যায়ের ‘বান্ধবী’ সিনেমা এবং দেবের ‘চাঁদের পাহাড়’ সিনেমার শুটিং হয়েছিল এই সন্দেশখালিতে।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top