When the Lok Sabha polls come, BJP leaders talk about Pakistan.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোট আসতেই ফের বিজেপি নেতাদের মুখে পাকিস্তান প্রসঙ্গ। এবার কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংয়ের মুখে শোনা গেল পাকিস্তানকে বুঝে নেওয়ার টোটকা। এক সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানকে সন্ত্রাসবাদ দমনে সবরকম সাহায্য করতে তৈরি আছে তারা। কিন্তু পাকিস্তান যদি সন্ত্রাস দমনে এগিয়ে না এসে উল্টে উস্কানি দেয়, তাহলে তার ফলও তাদের ভুগতে হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।উল্লেখ্য এক জঙ্গিকে বৃহস্পতিবার দিনও নিকেষ করা হয়েছে শ্রীনগরে। অর্থাৎ পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা যে তাদের সন্ত্রাসবাদী কার্যকলাপ জারি রেখেছে, সেটা তার কথা থেকেই পরিষ্কার। তাই পাকিস্তানের উদ্দেশ্য করে রাজনাথ সিংহের বক্তব্য থেকেই অনুমান করা যায়, আগুনে হাত দিলে, হাত জ্বলবেই। এমনই বার্তা দিতে চাইলেন তিনি। পাশাপাশি পরিষ্কার করে দিতে চাইলেন, একবার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে বলে আর হবে না, সেটা ভাবার কোনো কারণ নেই। তাই পাকিস্তান যাই করুক, যেন ভেবে চিনতেই করে।