India in under 19 World Cup Final
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : দঃ আফ্রিকাকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে জায়গা পাকা করে নিয়েছে ভারতীয় দল। তারাই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এবারেও যে তারা ফেভারিট সেটা প্রমাণ করে দিয়েছেন পারফরমেন্স দিয়েই। দঃ আফ্রিকার বিপক্ষে অনবদ্য পারফরমেন্স করলেন সচিন ধাস, উদয় শাহরানরা। ৩২ রানের মধ্যেই এক সময় চার উইকেট পড়ে যায় ভারতের। তখনই অনেকে ধরে নিয়েছিলেন যে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে যাওয়া আর হয়ত হচ্ছে না টিম ইন্ডিয়ার। কিন্তু সচিনের ব্যাটই খেলায় ফেরায় যুব দলকে। উদয়ের সঙ্গে জুটি বেধে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান সচিন। ৯৫ বলে করেন ৯৬ রান। ১১টি চার আর একটি ৬-এ সাজানো দুরন্ত ইনিংস। ম্যাচে কোনও সময়ই মনে হয়নি এই দুই ক্রিকেটার চাপের মধ্যে রয়েছেন। প্রপার ক্রিকেটিয় শট খেলেই দলের জয়ের ভিত গড়ে দেয় এই জুটি। অধিনায়ক উদয় শাহরান ম্যাচের শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেছিলেন। কিন্তু জয়সুচক রান নিতে গিয়ে রান আউট হন তিনি। ৮১ রান করেন তিনি। ৭ বল বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনিয় রান তুলে নেয় টিম ইন্ডিয়ার আগামী প্রজন্ম। রবিবার রয়েছে ফাইনাল। যুল বিশ্বকাপের সবচেয়ে সফল দলের টার্গেট এখন শুধুই ট্রফি জয়।