Uddhav Thackeray’s innovative vote campaign in train
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: অভিনব ভোট প্রচারে উদ্ধব ঠাকরে। ছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু দল ভেঙে গেছে। বিভিন্ন মামলায় জর্জরিত। কিন্তু তাই বলে কি আর রাজনীতি থেকে দূরে থাকা যায়। নিজের মতো করেই সীমিত শক্তিতে লড়াই চালিয়ে যাচ্ছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী। দলটার নাম যে শিবসেনা। প্রয়াত বাল ঠাকরের নামেই আজও ভোট দেন বহু মানুষ, কোনো প্রার্থীকে না দেখেই। তারই ছেলে উদ্ধব জানেন মানুষের সঙ্গে মিশে থাকতে। তাই চেনা রোড শো বা বাড়ি বাড়ি প্রচার নয়, একেবারে মুম্বাইয়ের লোকাল ট্রেনে শুরু করে দিলেন ভোট প্রচার। মুম্বাইতে এখন বেশ গরম। আর সকালে তো আর বেশি। তবে তা মহারাষ্ট্রের রাজনীতির উত্তালের থেকে কমই। শিবসেনার সভাপতির সঙ্গে লোকাল ট্রেনে প্রায় ১০০ কিমি যাত্রাপথ অতিক্রম করেন দলের হেভিওয়েট নেতা তথা সংসদ সঞ্জয় রাউত। দলের অনেকে যখন খারাপ সময় পাস থেকে সরে গেছেন তখন উদ্ধবের পাশে দাঁড়িয়েছেন সঞ্জয়। বৈশার স্টেশন থেকে মুম্বাইয়ের বান্দ্রা পর্যন্ত ট্রেনে যাত্রা করেন শিবসেনা সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী। নির্বাচনী সভা থেকে ফেরার পথে গাড়িতে না হয়ে ট্রেনে জনসংযোগের সিদ্ধান্ত দেন তারা।