Two BJP candidates are contesting in Barasat constituency. As a result, there is trouble within the party
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বারাসতে বিজেপির গোষ্ঠিকোন্দল তুঙ্গে। এই প্রথম নয়, দীর্ঘ কয়েক সপ্তাহ ধরেই এই নিয়ে টানাপোড়েন চলছিল। এরই মধ্যে এখন দেখা যাচ্ছে বারাসত কেন্দ্রে একজন নয়, দুজন বিজেপির প্রার্থী ভোটে প্রতিদ্বন্দিতা করতে চলেছেন। এমনিতে এই বারাসত বেশ শক্ত ঘাঁটি তৃণমূল কংগ্রেসের। তাঁদের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বেশ চেনা মুখ সেখানকার মানুষের মধ্যে। এরই মধ্যে বিজেপির দুই প্রার্থী নিয়ে অন্দরের কলহ প্রকাশ্যে চলে এল। আপাতত বিজেপির হয়ে সুমায় হিরা নামে একজন এবং স্বপন মজুমদার নামে দ্বিতীয় ব্যক্তি বারাসত কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন। যদিও বিজেপিই শেষ সিদ্ধান্ত নেবে, কাকে তাঁরা পার্টির লোগো দেবেন অর্থাৎ কে লড়বেন বিজেপির হয়ে। কিন্তু সেক্ষেত্রে অপর মনোনয়ন জমা দেওয়া প্রার্থী যে ভোটে খুব বেশি লড়াই করবেন না দলের হয়ে, তা একপ্রকার নিশ্চিত। যা নিয়ে শুরু হয়েছে বিস্তর জল্পনা।