Various parts of Bengal are in turmoil. If the post-poll violence in the state can be stopped after June 4, it is a question for the political circles
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ভোট মিটতেই বাংলার বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়ে উঠল। ব্যারাকপুর কেন্দ্রের আওতায় থাকা ভাটপাড়ায় শনিবার রাত থেকে উত্তেজনা ছড়ায়। পরবর্তীতে অভিযোগ ওঠে ব্যাপক বোমাবাজির। এরই মধ্যে নৈহাটিতে বিজেপি কর্মিকে খুন করা হয় বলে অভিযোগ। গুলি করার পাশাপাশি তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। নৈহাটিতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনেও বোমাবাজি হয়। শুধু উত্তর ২৪ পরগনা নয়, খাস কলকাতাতেও অশান্তি ছড়ায়। উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের এজেন্টকে মারধর করা হয় বলে অভিযোগ, অভিযোগের তীর রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনী থাকতেও যদি এই পরিস্থিতি হয়, তাহলে চার তারিখের পর এরাজ্যে ভোট পরবর্তী হিংসা থামানো যাবে তো, এই প্রশ্নই তুলছে রাজনৈতিকমহল।