Trinamool’s Banerjee versus BJP’s Gangopadhyay in fighting
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শিক্ষক দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশের পরই কার্যত মাথায় হাত হয়ে গেছে রাজ্য সরকার এবং চাকরিহারা শিক্ষক, অশিক্ষক কর্মিদের। সমস্যা শুধু ২৫ হাজার কর্মিদের নিয়ে নয়, একই সঙ্গে তাঁদের পরিবারের সদস্য এবং এই নির্দেশের পর মানুষের আস্থা বাঁচিয়ে রাখা নিয়ে চিন্তায় সরকার। এই মধ্যে আদালতের বাইরেই একে অপরের বিপক্ষে তোপ দাগলেন তৃণমূলের বিদায়ী সাংসদ তথা বর্ষিয়াণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূলের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, এই রায় ত্রুটিপূর্ণ। ফলে এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া হবে, এবং এই রায় পরবর্তীতে খারিজ হয়ে যাবে।
এরই পাল্টা কল্যাণকে ঘুষখোর হিসেবে তোপ দাগলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর দাবি,কল্যাণ গঙ্গোপাধ্যায়ও নাকি এই দুর্নীতিতে জড়িত এবং অসৎ উপায় অর্থ পেয়েছেন। তার আইনজীবীর শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি।