Trinamool MP actor Dev’s helicopter smoke can be seen while campaigning. He was saved by luck.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: প্রচারে বেরিয়েছিলেন তৃণমূলের সাংসদ অভিনেতা দেব। এবারে ঘাটাল থেকে প্রার্থী হয়েছে তিনি। এর আগেও এখান থেকেই সাংসদ হয়েছে। কিন্তু এদিন তাঁর হেলিকপ্টারে ধোঁয়া দেখা যায়। এরপরই ভয় পেয়ে যান দেব। বরাত জোরে প্রাণে রক্ষা পান তিনি। চালকের সহায়তা ও বুদ্ধিমত্তায় বাঁচলেন সকলে। সঙ্গে সঙ্গে সেই হেলিকপ্টার অবতরণ করা হয়। মাঝপথেই চোপার অবতরণ হয় মালদহতে। তিনি যাচ্ছিলেন মুর্শিদাবাদে প্রচার করতে। আপাতত তিনি সুস্থ আছেন বলেই জানিয়েছেন দেব। তবে ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি জানান, ইশ্বরকে ধন্যবাদ দিতে চাইব। মৃত্যুকে কাছ থেকে দেখলাম। একটা সময় তাঁর মনে হয়েছিল, এবারই হয়ত শেষ সব, সকলকে থ্যাঙ্ক ইউ বলতে হবে। যদিও মানুষকে ধন্যবাদ জানিয়েছিলেন এই সাংসদ অভিনেতা। মানুষের আশীর্বাদ তাঁর কাজে লেগেছে বলে জানান দেব।