Trinamool manifesto release, a bunch of promises
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। বুধবারই লোকসভা নির্বাচনের আগে ইস্তেহার প্রকাশ করা হল তৃণমূল কংগ্রেসের তরফে। এর মধ্যে একাধিক নজরকাড়া প্রতিশ্রুতি রয়েছে। যেমন বিপিএল তালিকাভুক্তদের বছরে ১০ টি গ্যাস বিনামূল্যে দেওয়ার কথা বলা হয়েছে। শ্রমিকদের আয় বৃদ্ধির পাশাপাশি আবাস যোজনার মত প্রকল্প তারাও করবেন বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস। ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের সংসদ ডেরেক ও ব্রায়েন, মন্ত্রীর চন্দ্রিমা ভট্টাচার্য এবং প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। দুয়ারে রেশনের কথা আরো একবার বলা হয়েছে এবারের ইস্তেহারে। স্বামীনাথান কমিশনের সুপারিশ মেনে তারা জিতলে আয় বৃদ্ধি করা হবে বলেও জানিয়েছে তৃণমূল কংগ্রেস। পেট্রোল – ডিজেলের দাম কমানোর কথা যেমন বলা হয়েছে তেমনি সিএএ, এনআরসি তারা বাতিল করবেন বলে জানিয়েছে তারা। স্বাস্থ্য সাথী কার্ডের ক্ষেত্রেও পরিষেবার মাত্রা আর বাড়াবে বলে জানিয়েছে তারা।