Mamata has no alliance with Bengal CPIM and BJP. But at the center he will be in the India alliance
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ২৪ ঘন্টা কাটতে না কাটতেই নিজের বক্তব্য থেকে ঘুরে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একদিন আগেই অবস্থান স্পষ্ট করে বলেছিলেন ইন্ডিয়া জোট সরকার গড়লে, তাদেরকে বাইরে থেকে সমর্থন করবে তৃণমূল, কিন্তু সরাসরি সরকারে থাকবে না। কিন্তু বৃহস্পতিবার নিজের অবস্থান বদলালেন তৃণমূল সুপ্রিমো। এদিন তিনি বলেন, বাংলার সিপিআইএম এবং বিজেপির সঙ্গে কোনও জোটে তিনি নেই, কিন্তু কেন্দ্রীয় স্তরে এই ইন্ডিয়া জোট তাঁরই গড়ে তোলা, তাই কেন্দ্রে তিনি ইন্ডিয়া জোটে থাকবেন এবং সমস্তরকম সাহায্য করবেন। তাঁর বক্তব্যের ভুল মানে তৈরি করা হয়েছে, বাংলায় জোট নেই কংগ্রেস, সিপিআইএমের সঙ্গে,সেটাই বোঝাতে চেয়েছেন তিনি। যদিও তাঁর এই মন্তব্যে কেন্দ্রের দলগুলিও হকচকিয়ে গেছে, কারণ ঠিক কি অবস্থান তৃণমূল কংগ্রেস নিচ্ছে ইন্ডিয়া জোটের বিষয়, তা বুঝে উঠতে পারছেন না তাঁরা।