ED, CBI, NIA, Income Tax department chiefs should be changed – Trinamool approaches Election Commission with this demand
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ইডি, সিবিআই, এনআইএ, আয়কর দফতরের প্রধানদের সরিয়ে দেওয়া হোক এই দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূলের প্রতিনিধি দল। দলে ছিলেন তৃণমূলের ১০ জন সাংসদ এবং প্রাক্তন সাংসদ। তাঁদের বক্তব্য, ভোটের সময় চার কেন্দ্রীয় সংস্থার প্রধানকে বদল করা হোক। কেন্দ্র নিজেদের কাজে এই কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করছে বলে, অভিযোগ এনেছে তৃণমূলের প্রতিনিধি দল। গোটা দেশে নির্বাচনী আচরণবিধি জারি রয়েছে। তাই এই পরিস্থিতিতে রাজ্য প্রশাসনকে অনুমতি দেওয়া হোক ঝড়বিধ্বস্ত উত্তরবঙ্গে সাহায্য যেন করতে পারে। সেই আর্জিও করা হয়
সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যায় তৃণমূলের ১০ জনের এক প্রতিনিধি দল। সেই দলে ছিলেন ডেরেক ও’ব্রায়েন, মহম্মদ নাদিমুল হক, দোলা সেন, সাকেত গোখলে, সাগরিকা ঘোষ, বিবেক গুপ্তা, অর্পিতা ঘোষ, শান্তনু সেন, অধীররঞ্জন বিশ্বাস এবং সুদীপ রাহা। গত সোমবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করে চিঠিও দেয় তৃণমূল। নির্বা