Many trains of Howrah Sealdah branch are being canceled on Sunday night due to remal panic.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রেমাল আতঙ্কের জের, রবিবার রাতের বহু ট্রেন বাতিল হচ্ছে হাওড়া শিয়ালদহ শাখার। রবিবারই ঘূর্ণিঝড় রেমালের আছড়ে পরার কথা উপকূলে। এর জেরে ভারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে। এর জেরেই ট্রেন বাতিলের পথে হাঁটতে বাধ্য হল ভারতীয় রেল। শনিবারও বেশ কিছু ট্রেন হাওড়া শাখায় বাতিল হয়েছিল, তবে রবিবার সেই সংখ্যাটা বাড়বে সন্ধের পর। শিয়ালদহ শাখায় রবিবার রাত ১১টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকার কথা। কলকাতা সংলগ্ন এলাকায় যদি ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হয়, বা ঝড়েন তাণ্ডব বিপুল হয়, সেক্ষেত্রে সোমবার সকালেও ট্রেন পরিষেবা ব্যহত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। রবিবার ভোর রাতে যখন এই ঘূর্ণিঝড় আছড়ে পরার কথা, তথন তাঁর গতিবেগ থাকবে পারে ১১০-১২০ কিমি প্রতি ঘন্টায়। শিয়ালদহ শাখায় বাতিল হওয়ার ট্রেনের তালিকায় রয়েছে, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার, বজবজ, ক্যানিং, বারুইপুর, হাসনাবাদ লোকাল। অর্থাৎ দঃ ২৪ পরগনার সংযোগকারি ট্রেনই বেশি বাতিল হচ্ছে এক্ষেত্রে। হাওড়া বিভাগেও ব্যান্ডেল লোকাল, সিঙ্গুর লোকাল বাতিল হওয়ার কথা রয়েছে রবিবার। সেক্ষেত্রে কোন কোনও ট্রেন বাতিল, তা পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নিতে পারে রেল কর্তৃপক্ষ।