Rallies and marches called by central trade unions and federations
কলকাতা
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : সোমবারের পর মঙ্গলবারও মিছিল কলকাতায়। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনসমূহের ডাকে কলকাতায় সমাবেশ ও মিছিল হয়। দুপুর দুটোর সময় মিছিল শুরু হয়। সিটু , ট্রেড ইউনিয়ন শ্রমিক, অন্যান্য সকল শ্রমিক ইউনিয়নের পক্ষ দিয়ে একটি কর্মসূচি নেওয়া হয়, নিজাম প্যালেস চলো অভিযান। এই অভিযান বা মিছিল শুরু হয় বাম্বুভিলা থেকে। শেষ হয় নিজাম প্যালেসে। এই অভিযানে উপস্থিত ছিলেন সমস্ত ট্রেড ইউনিয়ন নেতা-কর্মী-সমর্থকরা।এই অভিযানের মূলত দাবি হলো
কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে শ্রমিক সংগঠনগুলির এই অভিযান। শ্রমিক সংগঠনের উপর অত্যাচার চালাচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকার, অবিলম্বে বন্ধ করতে হবে, শ্রম কোড বাতিল করতে হবে, স্মার্ট মিটার বাতিল করতে হবে, কেন্দ্র ও রাজ্যে সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে, মূল্যবৃদ্ধি রোধ করতে হবে, সমস্ত বন্ধ কারখানা খুলতে হবে সহ দুর্নীতি বাজদের অবিলম্বে শাস্তি দিতে হবে – মূলত এই সব দাবি নিয়ে সরব হয়েছিল শ্রমিক সংগঠনগুলি।