পরিবর্তন হচ্ছে একাধিক গ্রহের স্থানের, ফেব্রুয়ারিতেই ঘুরতে চলেছে এই সব রাশির জাতকদের ভাগ্যের চাকা
প্রতি দিনই পরিবর্তিত হচ্ছে একাধিক গ্রহের স্থান। ফলস্বরুপ প্রতিদিনই একাধিক মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে। কিছু রাশির জাতকদের জীবনে আসছে সুখ-সৌভাগ্য, আবার কিছু রাশির জাতকরা নানা বিপদের সম্মুখীন হন। সেরকমই চলতি ফেব্রুয়ারিতে সূর্য মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এই রাশিতে আগে থেকেই অবস্থান করছে শুক্র। ফলে কুম্ভ রাশিতে শুক্র ও সূর্যের মিলনে গঠিত হবে রাজভঙ্গ যোগ।
এক নজরে দেখে নেওয়া যাক, আগামী ১৩ ফেব্রুয়ারি শুক্র ও সূর্যের মিলনের প্রভাবে কোন কোন রাশির জাতকদের ঘুরতে পারে ভাগ্যের চাকাঃ
প্রতি দিনই পরিবর্তিত হচ্ছে একাধিক গ্রহের স্থান। ফলস্বরুপ প্রতিদিনই একাধিক মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে। কিছু রাশির জাতকদের জীবনে আসছে সুখ-সৌভাগ্য, আবার কিছু রাশির জাতকরা নানা বিপদের সম্মুখীন হন। সেরকমই চলতি ফেব্রুয়ারিতে সূর্য মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এই রাশিতে আগে থেকেই অবস্থান করছে শুক্র। ফলে কুম্ভ রাশিতে শুক্র ও সূর্যের মিলনে গঠিত হবে রাজভঙ্গ যোগ।
এক নজরে দেখে নেওয়া যাক, আগামী ১৩ ফেব্রুয়ারি শুক্র ও সূর্যের মিলনের প্রভাবে কোন কোন রাশির জাতকদের ঘুরতে পারে ভাগ্যের চাকাঃ
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকরা ভাগ্যের সঙ্গ পাবেন। ক্যারিয়ারে উন্নতি হবে, আত্মবিশ্বাসে তুঙ্গে থাকবে,বড় সাফল্য লাভ করতে পারেন। কর্মক্ষেত্রে আপনার সম্মান ও প্রতিপত্তি বাড়বে। মনের সব ইচ্ছে পূরণ হবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে।
মেষ রাশি
রাজভঙ্গ যোগের প্রভাবে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে মেষ রাশির জাতকদের জীবনে। এই সময় আয় বাড়তে পারে। অর্থ রোজগারের নতুন পথ খুলে যাবে আপনার সামনে। বিনিয়োগের জন্য এই সময়টা অনুকূল। আর্থিক অবস্থার উন্নতি হবে। পরিবারের সব প্রয়োজন মেটাতে পারবেন আপনি। সন্তানের দিক থেকে কোনও সুখবর পেতে পারেন।
মিথুন রাশি
রাজভঙ্গ যোগের প্রভাবে লাভবান হবেন মিথুন রাশির জাতকরা। ক্যারিয়ারে বড় উন্নতির যোগ রয়েছে। অফিসে সিনিয়রদের থেকে সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে নতুন কাজের দায়িত্ব পেতে পারেন মিথুন রাশির জাতকরা। প্রোমোশন পাওয়ার যোগ রয়েছে। এই রাশির ছাত্রছাত্রীরা শিক্ষাক্ষেত্রে বড় সাফল্য অর্জন করতে পারেন।