December 2, 2024 4:59 pm

১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 2, 2024 4:59 pm

১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Today Horoscope :৪ঠা এপ্রিল ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে?

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

today according to fate? What does astrology say about the individual, family and workplace? Those who want to have some idea about these issues at the beginning of the day, they can read today’s horoscope.

রাশিফল

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:

ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এই বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই আগাম কিছুটা ধারণা নিয়ে রাখতে চান, তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

জ্যোতিষশাস্ত্রে রাশিচক্রে মোট রাশি ১২টি। এগুলো হলো মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। গ্রহ-নক্ষত্রের অবস্থান দেখে জ্যোতিষীদের ভাগ্য গণনার রীতি অতি প্রাচীন হলেও বেশ সূক্ষ্ম।

✓মেষ রাশি : দাম্পত্য জীবনে কলহ মিটবে। আজ এমন একজনের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে যাকে খুব পছন্দ হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে বিভ্রান্তি থাকলে তা কাজে প্রভাব ফেলবে না। বাড়িতে অতিথি আসার সম্ভাবনা রয়েছে। সংসার খরচ অনেক বেড়ে যাবে।

✓বৃষরাশি : ব্যবসায়ে খারাপ অবস্থা থেকে কাটিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। আপনার রুচি ও পছন্দের সঙ্গে মেলে এমন কারও প্রতি আকৃষ্ট হতে পারেন। কর্মক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কাজের সূচনা করতে হতে পারে। সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হতে পারে। প্রতিবেশীর সঙ্গে অহেতুক বিবাদে না জড়ানোই ভালো।

✓মিথুন রাশি : আপনার সম্পর্ককে আবার নতুন ভাবে শুরু করার এটাই সেরা সময়। পছন্দের কাজ করে অর্থ উপার্জন করার একটি সুযোগ পেতে চলেছেন। বড় ভাইয়ের সঙ্গে পারিবারিক বিষয়ে ঝগড়া হতে পারে। মা-বাবার শারীরিক সমস্যা হতে পারে।

✓কর্কট রাশি : চাকরি জীবনে বড় সুযোগ অপেক্ষা করছে। জীবনে দ্বিতীয় সুযোগ আসতে চলেছে। সিদ্ধান্তহীনতায় ভুগলেও এখন সময় এসেছে পদক্ষেপ নেওয়ার। সহকর্মীর বাজে ব্যবহারে মনঃকষ্ট বাড়তে পারে।

✓সিংহ রাশি : প্রিয়জনের কাছে প্রশংসা পাবেন। আপনার সঙ্গীর মানসিক সাহায্যের প্রয়োজন রয়েছে। আজ আপনার মনোযোগ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। প্রিয়জনের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। আর্থিক দিক থেকে দিনটি আপনার জন্য শুভ।

✓কন্যা রাশি : ভ্রমণ ভাগ্য ভালো। দিনটি আপনার সম্পর্কের একটি টার্নিং পয়েন্ট হতে পারে। আজ আপনার সব প্রচেষ্টা একের পর এক সাফল্যের মুখ দেখবে। বড় কোনো সফলতা আসতে পারে। আপনাকে নিয়ে পরিবারের সবাই আজ গর্ব করবে।

✓তুলা রাশি : অফিসে বসের কাছে কটু কথা শুনতে পারেন। বিশেষ কিছু করার পরিকল্পনা করে আপনি আপনার প্রিয়জনকে চমকে দিতে পারেন। আপনি এই সময়ে আপনার নতুন ব্যবসার জন্য পর্যাপ্ত অর্থ সাহায্য পাবেন। আয়ের সঙ্গে সংগতি রেখে ব্যয় করুন। অপচয় না করাই ভালো।

✓বৃশ্চিক রাশি : বিদেশে স্থায়ী হওয়ার সুযোগ তৈরি হবে। আজ আপনি এমন কারও সঙ্গে দেখা করতে পারেন যাকে আপনি মনে মনে চেয়ে এসেছেন। কর্মক্ষেত্রে জীবন শান্তিময় হবে এবং সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। বসের কাছ থেকে আজ বিশেষ উপহার পেতে পারেন।

✓ধনু রাশি : পরিবারে নতুন অতিথি আসবে। আপনার সঙ্গীকে খুশি করবে, এমন কিছু করা যেতে পারে। নতুন বাড়ি বা ব্যবসা বা যানবাহন কেনার জন্য আজ বড় ঋণের আবেদন করতে পারেন। দিনটি আপনার অনুকূলে থাকবে। যা করতে যাবেন তাতেই সফলতা আসবে।

✓মকর রাশি : চিন্তার বিকাশ ঘটবে। আপনার প্রিয়জনের সঙ্গে ভালোই সময় কাটাবেন বলে মনে হচ্ছে। দিনটি বিনিয়োগের জন্য বিশেষভাবে অনুকূল। তবে টাকা-পয়সা নিয়ে সংসারে অশান্তি হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন।

✓কুম্ভ রাশি : সন্তানের কাছ থেকে সুখবর পাবেন। আপনার বাবা-মায়ের সঙ্গে সময় কাটানোর জন্য দিনটি বিশেষভাবে অনুকূল। আপনার শিশুসদৃশ মনোভাব সর্বত্র আনন্দ ছড়িয়ে দেবে। সন্তানকে একটু বাড়তি সময় দিন। তাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন।

✓মীন রাশি : শিক্ষার্থীদের জন্য দিনটি দারুণ কাটবে। আজ পুরনো ভুল বোঝাবুঝিগুলো দূর করার জন্য সঠিক সময়। আপনার কর্মক্ষেত্রে উত্তেজনামূলক পরিবেশ তৈরি হতে পারে। নিজেকে সামলে রাখুন, তা না হলে অফিসে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top