Just waiting for the top leaders of the Trinamool to go to jail !
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ একাধিক বিষয় নিয়ে বিধলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। প্রায় একমাস হতে চললো, সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহাজানকে পুলিশ এখনো খুঁজে বার করতে পারেনি। পুলিশের শেখ শাহজাহানকে খুঁজে না পাওয়ার পরিপেক্ষিতে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বিধানসভায় জানালেন”পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা, একটু চোখ কান খুলে রেড রোডের তৃণমূলের ধরনা মঞ্চের দিকে নজর দিলেই হয়তো শেখ শাহাজান থেকে হেডমাস্টার,থেকে শুরু করে অনেক অপরাধীদেরই সেখানে খুঁজে পেয়ে যাবেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ইডি দ্বারা গ্রেফতার হওয়ার পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে বিজেপি বিধায়ক জানিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বিরুদ্ধে ৬০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ। এটা মুখ্যমন্ত্রী নয় চেয়ারের অপমান। এরাজ্যে ওনার বিরুদ্ধেও এই রকম অভিযোগ রয়েছে তাই স্বাভাবিকভাবেই “ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি”, তাই হয়তো উনি এই ধরনের কথা বলছেন। পাশাপাশি বিধায়ক শংকর ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ম মঞ্চ নিয়ে প্রশ্ন তুললেন। যেদিন পরিসংখ্যান দিয়ে এক প্রকার চ্যালেঞ্জ করলেন তিনি। শুধু তাই নয় ক্যাগ রিপোর্টের সম্পূর্ণ ব্যাখ্যা দিলেন।