In a press conference on this day, he said, “No one can say that I party. No one has ever seen me in any meeting or procession.
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
তৃণমূল দলের প্রতি ক্ষোভ উগড়ে দিলেন কামাল হোসেন। এদিন সাংবাদিক সম্মেলন করে বলেন, “আমি পার্টি করি সেটা কেউ বলতে পারবেন না। আমাকে কেউ কোনও দিন কোনও মিটিং মিছিলে দেখেনি। শুধু মুখপাত্র হিসেবে বিভিন্ন টিভি চ্যানেলে গিয়েছিলাম। নিজের বক্তব্য রেখেছিলাম। কিন্তু সংখ্যালঘু ছেলে মেয়েরা ভাবছে মাদ্রাসার নিয়োগ নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তা সমাধান করতে পারবো। কিন্তু আমি কে? আমি তো সরকারি কোনও পদেই নেই। মানুষের আশা আকঙ্খা, শিক্ষিত ছেলেমেয়েদের আশা আমার উপর প্রবল ছিল। তারা ভাবছে আমি কিছু বলছি না।
ক্ষোভের সাথে তিনি বলেন,আমি তো বলছি, কিন্তু কেউ আমার কথা শুনছে না”।২০১১ সালের পর থেকে সংখ্যালঘু ছেলেমেয়েরা স্কুলে যাওয়া শুরু করেছে বেশি করে। মুখ্যমন্ত্রী অনেক ভাতা অনেক প্রকল্পের মাধ্যমে তাদের সাহায্য করেছেন ঠিকই। কিন্তু পড়াশোনা শেখার পর কী করবে? চাকরি কোথায়? সকলে আমার কাছে এসে মানসিক ভাবে আমাকে চাপ দিচ্ছে। আমি একজন শিক্ষক। কারুর প্রতি অন্যায় করিনি”।