The Trinamool Congress beat the rest by air campaigning in helicopters
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ভোট প্রচারে সব দলকে টেক্কা দিয়েছে তৃণমূল কংগ্রেস, অন্তত হেলিকপ্টার ব্যবহারের নিরিখে, জানিয়ে দিল নির্বাচন কমিশন। এবারের লোকসভা নির্বাচনের সপ্তম দফায় মোট ৫১২ বার হেলিকপ্টার ব্যবহার করেছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষনেতারা, সেই তুলনায় অনেক পিছিয়ে এরাজ্যের বাকি দলগুলো। বিজেপির তিনগুনের বেশিবার হেলিকপ্টার ব্যবহার করেছে রাজ্যের শাসক দল। এক্ষেত্রে বলাই বাহুল্য, ৪২টি কেন্দ্রে তৃণমূল যাকেই প্রার্থী দিক না কেন, মানুষের কাছে একমাত্র বিশ্বাস ভরসার মুখ এখনও মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাঁকেই একই কেন্দ্রে বারবার ছুটে যেতে হয়েছেন প্রার্থীদের প্রচারে। লোকসভা ভোটের আবহেই সন্দেসখালি, ২৬ হাজার চাকরি বাতিলের পর ঘটনা ঘটায়, সেক্ষেত্রে বাড়তি পরিশ্রমই করতে হয়েছে তৃণমূলের শীর্ষনেতৃত্বকে। তাই বেশি দুরত্ব কম সময়ে পৌঁছাতে আকাশপথ ব্যবহার করেছে তৃণমূল। বিজেপি এবারের লোকসভা ভোটে বাংলায় হেলিকপ্টার ব্যবহার করেছে ১২৪ বার। কংগ্রেস ২বার করলেও সিপিআইএম একবারও করেনি।