রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:কেন্দ্রের আর্থিক বঞ্চনার প্রতিবাদে কলকাতা রেড রোডে নিয়মিত ধর্না কর্মসূচি চলছে তৃণমূল কংগ্রেসের। এদিন ধর্নামঞ্চেই ‘গদ্দার’ স্লোগান শুনতে হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে। রবিবার রেড রোডে তৃণমূলের ধর্নামঞ্চে হাওড়া জেলা তৃণমূল নেতৃত্বের একাংশ ‘গদ্দার হঠাও, বাংলা বাঁচাও’ স্লোগান দেন। এই ঘটনার জেরে মঞ্চেই ক্ষোভপ্রকাশ করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। শেষমেষ হাওড়া জেলার নেতাদের মঞ্চ তথা ধর্নার চত্বর ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন। তবে জল বেশিদূর এগোয়নি। সুব্রত বক্সীর ধমকেই কাজ হয়েছে। স্লোগান বন্ধ করে দেয় হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।