The brigade is now a bird’s eye view of the TMC
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : লোকসভার আগে ব্রিগেডে ‘জনগর্জন’ তৃণমূলের। ১০ মার্চ বিগ্রেড ময়দান ভরাতে নতুন উদ্যোগ নিল শাসকদল। ব্লকে-ব্লকে লাগাতর কর্মসূচি চলবে তৃণমূলের। ২৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ অবধি রাজ্যের ব্লকে-ব্লকে মিছিল করবে তৃণমূল। ছাপানো হবে লক্ষ লক্ষ পোস্টার। সবমিলিয়ে ব্রিগেডের আগে শহর থেকে রাজ্যের ব্লকে-ব্লকে ‘জনগর্জন’-এর গর্জন তুলতে চায় শাসকদল।দলের তরফে জানানো হয়েছে, তৃণমূলের নেওয়া কর্মসূচি চলবে ২৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত। ব্লকে ব্লকে ৫০০-র বেশি মিছিল করার পরিকল্পনা রয়েছে তাদের। কলকাতার প্রতিটি ওয়ার্ডে, রাজ্যের সমস্ত ব্লকে কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল,সভা করা হবে। সভা থেকে বক্তব্য দেবে ওই ওয়ার্ড ও ব্লকের নেতারা। এই তালিকা তৈরি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সাংসদ, কাউন্সিলর, নেতা-নেত্রীরা ছাড়াও সভা, মিছিলে থাকবেন তারকারাও।
সামনে লোকসভা, তার উপর সন্দেশখালিকান্ড এই সব পরিস্থিতিতে বিজেপিকে হারাতে কোমর বেঁধে লড়াই করতে নেমে পড়েছে তৃণমূল। মানুষের মন বুঝতে ১০ মার্চ ‘ব্রিগেডে চলো’-র ডাক দিয়েছে তৃণমূল। তার আগে ব্লকস্তরের সংগঠনকে চাঙ্গা করতে চাইছে ঘাসফুল শিবির। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, সম্প্রতি দলের অন্দরে বাড়ছে ঝামেলা, দ্বন্দ্ব মেটাতে কর্মীদের চাঙ্গা করতে ভোটের আগে নিচুতলায় ঢালাও কর্মসূচি নিচ্ছে তৃণমূল।