December 14, 2024 10:22 am

২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 14, 2024 10:22 am

২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

TMC Brigade: লোকসভা ভোটের আগে ব্রিগেডে সভা ডাকলেন অভিষেক, ১০ মার্চ ব্রিগেডের ময়দানে ‘জনগর্জন সভা’

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Abhishek called a meeting in Brigade before the Lok Sabha polls.

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ‘জনগর্জন সভা’র ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১০ মার্চ ব্রিগেড ময়দানে এই সভা হবে। এই সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও প্রধান বক্তা হিসেবে থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া তৃণমূলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন বলে জানা যাচ্ছে। লোকসভা ভোটের আগে তৃণমূল শাসকদলের হাতিয়ার কেন্দ্রীয় বঞ্চনা। আবাস যোজনার বকেয়া টাকা, ১০০ দিনের কাজ কেন্দ্রের কাছ থেকে আদায়ের জন্য বার বার বিভিন্ন পন্থায় কর্মসূচি চালিয়ে যাচ্ছে তৃণমূল। দিল্লি, কলকাতায় একাধিক কর্মসূচির পর এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ‘জনগর্জন সভা’ ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, মার্চের ১০ তারিখ ব্রিগেডে ‘জনগর্জন সভা’র ঘোষণার কথা। এছাড়া সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া পেজের প্রোফাইল ছবিও বদলে ফেলা হয়েছে। ‘জনগর্জন সভা’র ছবি রেখে নিচে লেখা – ২০২৪-এর যুদ্ধ শুরু।জানা যাচ্ছে, ১৩ মার্চের পরে নির্বাচনের দিনক্ষণ ঘোষনা হতে পারে। সেদিকটা ভাবনা চিন্তা করেই ১০ মার্চ ব্রিগেডের ডাক দিয়েছে তৃণমূল সরকার। সন্দেশোখালি যেভাবে দিনে দিনে উত্তপ্ত হয়ে উঠছে তাতে শাসকদলের ভাবমূর্তি ঠিক করতে এবং মানুষের মন বুঝতেই ব্রিগেডের ডাক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এর আগে ২০১৯ সালের লোকসভা ভোটের আগেও ব্রিগেড সমাবেশ করেছিল তৃণমূল-সহ বিজেপি বিরোধী দলগুলি। যদিও ২০১৯ সালে ৩৫৩ আসন পেয়ে ফের দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসে এনডিএ সরকার। তবে ২০২৪ ভোটে তৃণমূলের ইস্যু মূলত কেন্দ্রীয় বঞ্চনা। ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা না পাওয়ার অভিযোগে বার বার দিল্লিতে দরবার করেছে তৃণমূল। কিন্তু কাজ হয়নি। তাই এবার সেই ইস্যুকে সামনে রেখেই লোকসভা ভোটের লড়াইয়ে নামতে চলেছে তৃণমূল শাসকদল।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top