December 14, 2024 9:43 am

২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 14, 2024 9:43 am

২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

TMC Abhishek & Subrata Bakshi:”বয়সে ছোট,অনেক অভিজ্ঞ” অভিষেক প্রসঙ্গে বললেন তৃণমূল রাজ্য সভাপতি

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Young, experienced in politics!” said Subrata Bakshi about Abhishek

রাজ্য

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:

তিনি সুব্রত বক্সি। তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি ও রাজ্য সভার সাংসদ। জোড়াফুল শিবিরের অন্যতম বর্ষীয়ান এবং প্রতিষ্ঠিত নেতা। সেই সুব্রত বক্সি শুক্রবার দলীয় এক ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে উদ্দেশ্য করে বলেন, “অভিষেক আমার থেকে অনেক ছোটো হলেও অনেক অভিজ্ঞ।”

লোকসভা নির্বাচনে দলের অভিমুখ কি হবে সেটা ঠিক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার আগে দলের সব সাংসদ, বিধায়ক ও ব্লক সভাপতিদের নিয়ে শুক্রবার একটি ভার্চুয়াল বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সভার শুরু করেন তৃণমূলের রাজ্য সভাপতি। সূত্রের খবর সেই সময় সুব্রত বক্সি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কে মাথায় রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এই লড়াইটা জিততে চাই। নাম না করে বিজেপি কে উদ্দেশ্য করে তিনি বলেন, এই সংবিধান বিরোধী শক্তি কে আমাদের উৎখাত করতে হবে। এরপরেই তিনি ডায়মন্ড হারবারের সাংসদের নাম করে বলেন, “অভিষেক আমার থেকে অনেক ছোটো হলেও অনেক অভিজ্ঞ।‌” তিনি আরও বলেন, “আমি অভিষেক কে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় কে মাথায় রেখে একটা নির্বাচন কমিটি ও একটা প্রচার কমিটি তৈরি করতে।” যদিও এদিনের বৈঠকে অভিষেক তেমন কোনো কমিটির কথা বলেন নি বলেই সূত্রের খবর। এদিকে এদিনের ভার্চুয়াল বৈঠকে অনেক তৃণমূল বিধায়ক‌ই বিধানসভা থেকে যোগ দিয়েছিলেন। একসাথে বসেই শুনছিলেন অভিষেকের বক্তব্য। সুব্রত বক্সি যখন অভিষককে তাঁর থেকে ‘অভিজ্ঞ’ বলেন সেইসময় ওই ঘরে থাকা দুই একজন বিধায়ক হেসেও ফেলেন। যদিও পরে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তাদের‌ই একজন বলেন, আমি ঠিক শুনিনি বক্সি দা কি বলেছেন। তবে যদি বলে থাকেন তাহলে হয়তো বয়স অনুযায়ী অভিষেক যে অভিজ্ঞতা অর্জন করেছেন, সেটাই বলতে চেয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top