AAP leader gained weight by eating in jail, stir in Indian politics around demand of Tihar Jail
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: তিহার জেলে কোনো অসুবিধা হয়নি নেতাদের, মেডিক্যাল রিপোর্ট প্রকাশ করে দাবি কর্তৃপক্ষের। জেলে বসে খেয়ে দেয় ওজন বাড়িয়েছেন আপ নেতা, তিহার জেলের দাবি ঘিরে ভারতীয় রাজনীতিতে আলোড়ন। কয়েক দিন আগেই দিল্লির মুখ্যমন্ত্রীর অসুস্থতা এবং তার ওজন কমে যাওয়ার দাবি করেছিলেন আপ নেত্রী অতিশী মারলেনা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছিল, জেলে তারমানে মুখ্যমন্ত্রীকে খুব খারাপ ভাবেই রেখে কর্তৃপক্ষ। কিন্তু আরেক আপ নেতার মেডিক্যাল রিপোর্ট তুলে ধরে অতিশীর সেই দাবি নস্যাৎ করে দিয়েছে তিহার জেল কর্তৃপক্ষ। তাদের দাবি, আরেক আপ নেতা সঞ্জয় সিংহ গত ৬ মাস জেলে থেকে প্রায় ৬ কিলো ওজনের বাড়িয়েছেন। শুধু তাই নয়, জেল কর্তৃপক্ষের দাবি, ডায়াবেটিস রয়েছে সঞ্জয় সিংহের। জেলে আসার পর রক্তে শর্করার মাত্রাও নিম্নগামী। অর্থাৎ জেলে থাকার জন্য সঞ্জয় সিংয়ের শরীরে কতটা উন্নতি হয়েছে সেটাই পাল্টা বুঝিয়ে দিয়েছে তিহার জেল কর্তৃপক্ষ। উল্লেখ্য সঞ্জয় যাদবও দাবি করেছিলেন জেলে বিশুদ্ধ জল তো দূরের কথা নূন্যতম সুযোগ সুবিধাও পাচ্ছেন না তিনি। অসুস্থ হয়ে পড়তে পারেন তিনি, এমন দাবি করতেন তার সমর্থকরা। এবার তাদেরই পাল্টা দিল তিহার জেল কর্তৃপক্ষ।