The suicide of a CISF jawan has created a stir at Dumdum airport
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:বৃহস্পতিবার সাতসকালে চাঞ্চল্য ছাড়ালো দমদম বিমানবন্দরে। এদিন সাড়ে পাঁচটার সময় হঠাৎই দমদম বিমানবন্দর ৫ নম্বর গেটে গুলির আওয়াজ, তাতেই কর্মরত সিআইএসএফ কর্মী থেকে শুরু করে সবাই অ্যালার্ট হন, তারপরই দেখা যায় ৫ নম্বর গেটের যে টাওয়ার তাতেই গুলির আওয়াজ হয়, এরপর অন্য কর্মীরা ছুটে টাওয়ারের উপর ওঠেন, ততক্ষনে লুটিয়ে পড়েছেন কর্মরত সিআইএস এফ কর্মী। নিজের এসএলআর রাইফেল থেকে নিজেকেই গুলি চালিয়ে শ্রীবিষ্ণু নামে সিআইএসএফ জওয়ান আত্মঘাতী হয়েছেন। পরবর্তীতে তাকে ভিআইপির পাশে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাস্থলে সিআইএসএফের উচ্চপদস্থ আধিকারিক ও বিমানবন্দর থানার পুলিশ। কি কারণে আত্মহত্যা করেছেন তার খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে ২০২২ থেকে সিআইএসএফ এ কর্মরত ছিলেন ওই জওয়ান।