BCCI has announced the Indian squad for the fifth Test.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: পঞ্চম টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা করলো বিসিসিআই। দল থেকে চোটের জন্য ছিটকে গেলেন লোকেশ রাহুল। এদিকে ছুটি কাটিয়ে দলে ফিরলেন যশপ্রীত বুমরা। এই তারকা পেসারকে চতুর্থ টেস্টে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নির্বাচকরা। চতুর্থ টেস্টে হেসে খেলে জিতলেও রোহিত শর্মা ব্রিগেড, তবুও সিরিজের শেষ টেস্টে বুমরাকে খেলানোর সিদ্ধান্ত নিলেন নির্বাচকরা। ধরমশালায় পঞ্চম টেস্ট শুরু হওয়ার কথা। সেই টেস্টে ফিটনেস পরীক্ষায় পাশ করার পরই লোকেশ রাহুলের দলে ঢোকার কথা ছিল। কিন্তু এখনো সম্পূর্ণরূপে সুস্থ না হওয়ায় এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে দলে নিল না বিসিসিআই। লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে তার চোট নিয়ে আলোচনা সারছে বিসিসিআই। এদিকে 26 শে ফেব্রুয়ারি গোড়ালিতে অস্ত্রোপচার হয়েছে মোঃ সামির। দ্রুত ফিট হচ্ছেন তিনি। ফিট হলেই ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে যোগ দেবেন তিনি। এদিকে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে যাওয়ার জন্য ওয়াশিংটন সুন্দরকে ছেড়ে দিয়েছে বিসিসিআই। তার দল তামিলনাড়ুর সঙ্গে ম্যাচ রয়েছে মুম্বাইয়ের। সেই ম্যাচ শেষ হওয়ার পর যদি প্রয়োজন লাগে তাহলে পঞ্চম টেস্টের আগে দলের সঙ্গে যোগ দিতে পারেন ওয়াশিংটন সুন্দর।