শনির গতি পরিবর্তনের দরুন চলতি বছরে কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন জেনে নিন
প্রতি আড়াই বছরে একবার করে রাশি পরিবর্তন হয় শনির, এমনটাই লেখা রয়েছে জ্যোতিষশাস্ত্রে। ২০২৩ সালে রাশি পরিবর্তন করে কুম্ভতে প্রবেশ করার দরুন চলতি বছরে রাশি পরিবর্ত না করলেও তিন বার নিজের গতি পাল্টাবে এই গ্রহ। চলতি বছরের অর্থাৎ ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশিতে অস্ত যাবে শনি, এর পর মার্চ মাসে উদয় হবে, ফের জুনের শেষের দিকে বক্রী হবে এই গ্রহ। শনির এই গতি পরিবর্তনের দরুন চলতি বছরে তিন রাশির জাতকদের চাকরি ও ব্যবসায় উন্নতির যোগ থাকার পাশপাশি অর্থ লাভও হবে।
এক নজরে জেনে নেওয়া, শনি দেবের কৃপায় চলতি বছরে কোন কোন রাশির জাতকদের ঘুরতে চলেছে ভাগ্যের চাকাঃ
কুম্ভ রাশিঃ
গত ২০২৩ সালেই শনি এই রাশিতে প্রবেশ করেছে এবং গত পরিবর্তনের এই রাশিতে থেকে অস্ত-উদয়, বক্রী-মার্গী। ফলস্বরুপ, ২০২৪ সাল এই রাশির জাতকরা বেশ লাভবান হবেন। ব্যবসায়ে ভালো লাভ হবার পাশাপাশি কারও কাছ থেকে আর্থিক সাহায্য লাভ করতে পারেন। এছাড়াও খরচ কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে।
বৃষ রাশিঃ
চলতি বছরের সালে শনির প্রভাবে লাভবান হবেন বৃষ রাশির জাতকরাও। এই রাশির জাতকেদের প্রেম-ভালোবাসা বজায় থাকার পাশাপাশি ব্যবসায়ীদের সব সমস্যার সমাধান হবে। আয়ের নতুন উত্স পেতে পারে এবং আর্থিক পরিস্থিতির উন্নতি হওয়ারও বেশ সম্ভাবনা রয়েছে।
সিংহ রাশিঃ
শনির গতি পরিবর্তনের ফলে সিংহ রাশির জাতকদের আর্থিক পরিস্থিতির উন্নতি হবে এবং ব্যবসায় লাভ হবে। এই সময় এমন কোনও ব্যক্তির সঙ্গে পরিচয় হবে, যাঁর সাহায্যে ভবিষ্যতে আপনি লাভবান হবেন। ক্যারিয়ারে সফলতা আসবে এবং জীবনসঙ্গীর সঙ্গে বিবাদের অবসান হবে