BJP – Trinamool fight to take credit for Supreme Court verdict
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের অন্তবর্তী রায়ের পরই শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। বিজেপি, তৃণমূল, বাম নিজেদের মতো করেই কৃতিত্ব নিচ্ছে দলগুলো। সুপ্রিম কোর্টের সংক্ষিপ্ত রায়ের জেরে অক্সিজেন যে পেয়েছে তৃণমূল, তা বলার অপেক্ষা রাখে না। এরই মধ্য এই রায়ের হয়ে নিজেদের পক্ষে যুক্তি খাড়া করা শুরু করে দিল তৃণমূল, বিজেপি। রায়ের পরই বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করলেন এসএসসি যোগ্যদের চিহ্নিত করতে রাজি হয়েছে প্রধানমন্ত্রীর জন্যই। কারণ নরেন্দ্র মোদীর চাপ না থাকলে এসএসসি এই তালিকা বানাতো না। প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছিলেন যারা যোগ্য হয়েও শাস্তি পেয়েছে তাদের পাশে বিজেপি দাঁড়াবে, এরপর বাধ্য হয়েই এসএসসি নড়ে চড়ে বসেছে বলে দাবি শুভেন্দুর। এদিকে তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দোপাধ্যায় দাবি করলেন, ‘ বিজেপি চেষ্টা করেছিল বিস্ফোরণ ঘটাতে। কিন্তু সুপ্রিম কোর্ট সেই ভোগ নিষ্ক্রিয় করে দিয়েছে’। তিনি বলেছেন,’ ইচ্ছাকৃতভাবে বাংলার ভাবমূর্তি খারাপ করার চেষ্টা করতেই মরিয়া বিরোধীরা। সরকারের ভীত নাড়ানোর চেষ্টা হয়েছিল, কিন্তু পারেনি, পারবেও না। আমরা লড়াই করব ‘।