Ashwin, Kuldeep decided the fifth Test in two and a half days
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: তৃতীয় দিনের দ্বিতীয় সেশানের মধ্যেই ধর্মশালার পঞ্চম টেস্টের জবনিকা পড়ে যায়। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৯৫ রানেই গুটিয়ে যায় ইংরেজদের লড়াই। শোয়েব বশীর দ্বিতীয় দিনে অভাসটা দিয়ে দিয়েছিলেন স্টোকসদের, যে এই পিচে দ্বিতীয় ইনিংসে ভারতীয় স্পিনারদের খেলা অসম্ভব হয়ে দাঁড়াবে। আখেরে হলো তাই। প্রথম ইনিংসে ১০ উইকেটের পর, দ্বিতীয় ইনিংসেও ৮ উইকেট নিলেন ভারতের স্পিনাররাই। আধ বেলাও ঠিকভাবে ভারতীয় স্পিনারদের সামলাতে পারলেন না ক্রলি , ডাকেটরা। ইংল্যান্ডের হয়ে যেটুকু লড়াই করার, করলেন জো রুট। যদিও তারপক্ষে একা লড়াই করে এই ম্যাচ বাঁচানো মোটেই সম্ভব ছিল না। হয়েওনি তাই। ইনিংস ও ৬৪ রানে হেরে পঞ্চম টেস্ট খোয়ালো ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে না হওয়ায়, ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক হওয়া হল না যশস্বী জয়সওয়ালের। ৪-১ ফলে সিরিজ জিতল টিম ইন্ডিয়া। কুলদীপ যাদব ম্যাচের সেরা নির্বাচিত হন। দ্বিতীয় ইনিংসে তিনি নিয়ে ফেলেন ২টি উইকেট। ম্যাচে ৭ উইকেট ও ৩০ রান করার জন্য সেরা নির্বাচিত হন কুলদীপ। সিরিজে অসাধারণ পারফরম্যান্সের ফল হাতে নাতে পান বাঁহাতি ওপেনার যশস্বী জয়সওয়াল। সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হন তিনি।