While investigating the harassment of Swati, the police also harassed the parents of the Chief Minister!
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: স্বাতী মালিওয়ালের ওপর শারীরিক নির্যাতনকাণ্ডে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে অরবিন্দ কেজরিওয়ালের আপ্ত সহায়ত বৈভব কুমারকে। যদিও তাতে পরিস্থিতি মোটেই ঠিক হয়নি। এরই মধ্যে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে তদন্তের জন্য যায় দিল্লি পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ গ্রহণ করলেও আসল তথ্য সেখানে নেই বলে দাবি করা হয়, এরই মধ্যে আপের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল দাবি করেন তথ্য লোপাট করা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রীর নাম বিষয়টিতে জড়াতেই তাঁর বাবা-মায়ের বয়ান রেকর্ড করা হলে বলেও জানানো হয়। কিন্তু এক্ষেত্রে কেজরিওয়ালের বাবা-মায়ের বয়ান রেকর্ডের বিরুদ্ধে সুর চড়ান আপ নেত্রী অতিশি মারলেনা, তিনি দাবি করেন কেজরিওয়ালের বয়স্ক মা বাবাকে হেনস্থা করা হয়েছে, এরপরই দিল্লি পুলিশ জানায় বৃহস্পতিবার তাঁরা বয়ান রেকর্ড করবে না। আপ নেতাদের একাংশের মত, ভোটের সময় বয়স্কদেরও টানতে গেলে, বিষয়টি বুমেরাং হতে পারে, সেটা বুঝেই কিছুটা মেপে পা ফেলতে চাইছে কেন্দ্রের হাতে থাকা দিল্লি পুলিশ।