Captain Sharma praised Indian star cricketer Ashwin before the start of the fifth Test.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: পঞ্চম টেস্ট শুরুর আগে ভারতীয় তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের প্রশংসায় অধিনায়ক রোহিত শর্মা। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা পঞ্চম টেস্টে নিজের শততম ম্যাচ খেলতে নামবেন তামিল নাড়ুর স্পিনার অশ্বিন। তার এই নজিরের আগে অশ্বিনের ভুয়সী প্রশংসা করলেন অধিনায়ক রোহিত শর্মা। এমনিতেও শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও যথেষ্টই সাবলীল অশ্বিন। তার নমুনা মিলেছে বহু টেস্ট ইনিংসে। যদিও রোহিত মূলত প্রশংসা করলেন তার স্পিন বোলিংয়েরই। রোহিত বলছেন অশ্বিন একজন ম্যাচ উইনার। তার জন্য কোন প্রশংসাই যথেষ্ট নয়। তার মতো ক্রিকেটার পাওয়া সহজ নয়। শেষ পাঁচ বছরে প্রতিটা টেস্ট সিরিজেই নিজের ছাপ রেখে গেছেন অশ্বিন, বলছেন রোহিত। শুধুই এই তারকার প্রশংসাই নয়, খারাপ ফর্মের মধ্যে থাকা রজত পাতিদারের পাশেও দাঁড়িয়েছেন ভারত অধিনায়ক। তাকে আরো সময় দিতে হবে, জানিয়ে দেন রোহিত। এদিকে বজবল নিয়ে যশস্বীর ব্যাপারে যে মন্তব্য করেছিলেন বেন ডাকেট, তার পাল্টা দেন রোহিত। ঋশভ পন্থর নাম মনে করিয়ে দিয়ে রোহিত বুঝিয়ে দেন, বাজবলের অনেক আগে থেকেই পন্থরা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেন। এটা ভারতীয় ক্রিকেটারদের কাছে নতুন করে ইংল্যান্ডের থেকে শেখার কিছুই নেই। উল্লেখ্য ইংল্যান্ডের মাটিতে গিয়ে অসাধারণ ইনিংস খেলেছেন ঋশভ পন্থ।