Kolkata Knight Riders are going to play in Chennai on Monday in the IPL with the aim of their fourth win.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: সোমবার আইপিএলে চেন্নাইয়ের মাঠে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। মহেন্দ্র সিং ধোনিদের বিপক্ষে আইপিএলে নিজেদের চতুর্থ জয়ের লক্ষ্যে মাঠে নামছে শ্রেয়স আইয়ার। আন্দ্রে রাসেলেরা এবারের আইপিএলের প্রথম তিন ম্যাচেই দুরন্ত ছন্দে দেখা গেছে নাইট শিবিরকে। জয়ের হ্যাটট্রিক করে ফেলেছে তারা। এবার সামনে মাহির চেন্নাই। গত দুই ম্যাচে হেরেছে চেন্নাই। কিন্তু প্রতিপক্ষ দলে যে রয়েছেন মাস্টারমাইন্ড ধোনি। সেই জন্যই ম্যাচে নামার আগে ক্রিকেটারদের বাড়তি সতর্ক করছেন কোচ গৌতম গম্ভীর। এই ম্যাচেই আসল পরীক্ষা হতে চলেছে ওপেনার সুনীল নারিনের। শেষ দুই ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করলেও মহেন্দ্র সিং ধোনিদের বিপক্ষে কখনোই খুব একটা দাগ কাটতে পারেননি নারিন। কারণটা অত্যন্ত স্বাভাবিক। অত্যন্ত সুচতনভাবে ধোনি তার বিরুদ্ধে ছক সাজিয়ে থাকেন। ফলে কলকাতাকে চেন্নাইতে জয়ের জন্য ভরসা করতে হবে মূলত ব্যাটারদের উপরই।