After three years, the Test match will again be held at the Wangade Stadium in Mumbai
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: তিন বছর পর ফের মুম্বইয়ের ওয়াংঙেড়ে স্টেডিয়ামে হবে টেস্ট ম্যাচ। দীর্ঘ তিন বছর পর ফের রোহিত শর্মাদের ডেরায় হবে লাল বলের ম্যাচ। গতবার বিশ্বকাপের অনেকগুলো ম্যাচ পাওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের কোনও ম্যাচ আয়োজনের দায়িত্ব পায়নি মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই মাঠ, কারণ বাকি ভেনু যারা বিশ্বকাপের ম্যাচ আয়োজন করেনি তাঁদেরও সমান গুরুত্ব দিয়ে ম্যাচ দিতে হত। এরই মধ্যে জানা যাচ্ছে, চলতি বছরের নভেম্বর মাসেই এক টেস্ট ম্যাচ আয়োজন করতে চলেছে এমসিএ। ওয়াংখেড়েতে সেই ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। কাকতালিয়ভাবে এই মাঠে শেষ টেস্ট ম্যাচও খেলেছিল তিন বছর আগে এই দুই দলই। ফলে তাঁদের হাত ধরেই ফের টেস্ট ক্রিকেট ফিরতে চলেছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে।