Attacks in Pakistan before the elections, about 10 policemen were killed and about 6 injured when they entered the police station
বিদেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : পাকিস্তানে জাতীয় নির্বাচনের তিন দিন আগে একটি পুলিশ স্টেশনে হামলার ঘটনা ঘটেছে।পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এবং স্থানীয় প্রশাসনের তরফে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে ডেরা ইসমাইল খান শহরের চোদওয়ান পুলিশ স্টেশনে হামলা হয়েছে। ৩০ জন জঙ্গি ঢুকে পড়ে থানায়। আগ্নেয়াস্ত্র থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।পাল্টা গুলি চালায় পুলিশও। প্রায় আড়াই ঘণ্টার গুলিযুদ্ধ শেষে দেখা যায়, প্রায় ১০ পুলিশ সদস্য নিহত এবং আরও প্রায় ৬ জন আহত হয়েছেন। পুলিশের তরফে জানানো হয়েছে, জঙ্গিরা হ্যান্ড গ্রেনেড ব্যবহার করায় হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। এই ঘটনায় কোন সন্ত্রাসবাদী সংগঠন জড়িত, গুলিযুদ্ধে কত জন জঙ্গি মারা গিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। আগামী বৃহস্পতিবার পাকিস্তানে সাধারণ নির্বাচন। তার আগে এই ঘটনায় সে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়েই প্রশ্ন উঠছে।