ED told the court that new property of Leaps and Bounds company has been traced. That’s why they started a new investigation.
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
লিপস এন্ড বাউন্ডস কোম্পানির নতুন সম্পত্তির হদিশ পাওয়া গেছেআদালতে জানায় ইডি। সেকারণে তারা নতুন করে তদন্তে নেমেছে ।
মামলার শুনানি চলাকালীন বিচারপতি অমৃতা সিনার এসলাসে এমনই তথ্য দেয় ইডি। যদিও ইডি তদন্তের দীর্ঘসূত্রতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি সিনহা। পাশাপাশি ইডির নতুন সম্পত্তির যুক্তিতে ফের অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি । এভাবে তদন্ত চললে অভিযুক্তরা মূল বিচার প্রক্রিয়া থেকে বেরিয়ে যাবে। আগামী ১২ মার্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আদালতে রিপোর্টে নির্দেশ । একই সঙ্গে তাদের যুক্তির স্বপক্ষে যাবতীয় তথ্য ও নথি আদালতে পেশ করতে নির্দেশ মামলাকারীর আইনজীবীদেরও। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ৯৪ জনের বেআইনি চাকরির প্রশ্নে প্রাথমিক বোর্ডকেও খোঁচা দেন বিচারপতি। বোর্ড অপরাধও করবে আবার নিজেদের বক্তব্যে দৃঢ় থাকবে এটা হতে পারে না ।আগামী ১২ মার্চ মামলার পরবর্তী শুনানি।