A young man died in Tarakeshwar due to lightning
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: তারকেশ্বরে বজ্রপাতে মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম লক্ষণ মালিক(২৬)। তারকেশ্বরের পিয়াসাড়া এলাকার বাসিন্দা ছিল ওই যুবক। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে কৃষি জমিতে কৃষিকাজ করছিলেন ওই যুবক। আবহাওয়ার পরিবর্তন হতে দেখেই বাড়ির পথে ফিরতে থাকেন। সেই সময় হঠাৎই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি। বজ্রপাতে গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়ে রাস্তায় ওই যুবক। সেই সময় আরও কয়েকজন কৃষি জমি থেকে বাড়ি ফিরছিলেন। তারা দেখে মৃতের পরিবারকে খবর দেন। তড়িঘড়ি তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। এলাকায় শোকের ছায়া।