Before the start of the T20 World Cup, the cricketers of the Indian team got the big prize.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: টি২০ বিশ্বকাপ শুরুর আগেই বড় পুরস্কার পেলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করার কথা রোহিত শর্মা, বিরাট কোহলিদের। তার আগেই আইসিসির তরফে শেষ এক বছর ভালো পারফরমেন্স করার জন্য পুরস্কৃত করা হল টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের। এক্ষেত্রে টি২০তে সেরা ব্যাটার এবং বর্ষসেরা টি২০ দলের স্থান পাওয়ার জন্য পুরষ্কৃত করা হয় সূর্যকুমার যাদবকে, টি২০ বর্ষসেরা দলে থাকার জন্য অর্শদীপ সিংকেও টুপি দেওয়া হয়। মহম্মদ সিরাজ, রোহিত শর্মা, কুলদীপ যাদব এবং শুভমন গিলকে বর্ষসেরা একদিনের দলে থাকার জন্য পুরস্কৃত করা হয়। এদিকে টেস্টে বর্ষসেরা দলে থাকার জন্য রবীন্দ্র জাদেজাকেও আইসিসি ক্যাপ প্রদান করে সম্মানিত করে। বর্ষসেরা টেস্ট দলে রবিচন্দ্রন অশ্বিনও রয়েছেন।