Shami was knocked out of the World Cup
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আসন্ন টি২০ বিশ্বকাপে খেলা হবে না মোঃ সামির। গত বছর বিশ্বকাপ চলাকালীনই জানা গেছিল গোড়ালিতে চোট ধরা পড়েছে এই পেসারের। কিন্তু দেশের স্বার্থে চোট নিয়েই বিশ্বকাপ জেতানোর জন্য মাঠে নেমে পড়েছিলেন শামি। এইপর চলতি বছরে গোড়ালিতে অস্ত্রোপচার হয় বাংলার এই তারকা পেসারের। তারপর সুস্থ হয়ে উঠছেন তিনি। তবে চোটের যা অবস্থা তাতে কোনোভাবেই তাকে টি২০ বিশ্বকাপের দলে হয়ত রাখা যাবে না। আইপিএল খেলার তো কোনো প্রশ্নই নেই সামির। এই অবস্থায় বেশ বিপাকেই পড়ল টিম ইন্ডিয়া। কারণ গত বছর বিশ্বকাপেও ভারতের হয়ে ২৩ উইকেট নিয়ে প্রতিযোগিতার সর্ব্বোচ উইকেট শিকারি হয়েছিলেন তিনি। ভারতকে আইসিসির ট্রফির খরা কাটাতে গেলে প্রয়োজন ছিল সামির মত টপ ক্লাস পেসারের দলে থাকা। কিন্তু তা হল না। বিশ্বকাপের পর বাংলাদেশ সিরিজ থেকে ফিরতে চলেছেন এই পেসার। বুমরাহ, সিরাজরা থাকলেও সামির না থাকা যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে ভারতকে বিশ্বকাপে ভোগাতে পারে, তা সহজেই অনুমেয়।