Namibia’s impressive win against Oman
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : টি২০ বিশ্বকাপের তৃতীয় ম্যাচই গেল সুপার ওভারে। সেখানে ওমানকে হারিয়ে দিল নামিবিয়া। দুরন্ত অলরাউন্ড পারফরমেন্স করলেন নামিবিয়ার ডেভিড উইজ। প্রথমে ব্যাট করে ১০৯ রান তোলে ওমান,জবাবে ব্যাট করতে নেমে ১০৯ রানের বেশি করতে পারেনি নামিবিয়া। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে নামিবিয়া দল করে বিনা উইকেটে ২১ রান, এক্ষেত্রে ৪ বলে ১৩ রান করেন ডেভিড উইজ। পাল্টা ব্যাট করতে নেমে ওমান ১০ রানের বেশি করতে পারেনি, ফলে ১১ রানে ম্যাচ জিতে নেয় নামিবিয়া। প্রথমে ২৮ রান দিয়ে তিন উইকেট নেওয়ার পর সুপার ওভারেও দুরন্ত বোলিং করেন ডেভিড, ১ উইকেট নেন ১০ রান দিয়ে। সেই সুবাদে তিনিই ম্যাচের সেরা নির্বাচিত হন, পাশাপাশি ম্যাচ জিতে নেয় নামিবিয়া। তাঁদের পরের ম্যাচ শুক্রবার ৭জুন, স্কল্যান্ডের বিপক্ষে। ওমান খেলবে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে।