Income tax raid on after 24 hours in swarup biswas house
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ২৪ ঘণ্টা কেটে গেছে এখনও মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর তল্লাশি চালাচ্ছে আয়কর দপ্তর। বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। কী কী নথি বা তথ্য উদ্ধার হয়েছে কিনা তা জানা যাচ্ছে না। বুধবার সকালে নিউ আলিপুরে স্বরূপ বিশ্বাসের বাড়িতে হানা দেন আয়কর বিভাগের আধিকারিকরা।
সূত্রে জানা যাচ্ছে, আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি। আয়-ব্যয়ের নথি ঘেঁটে দেখছেন আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ করেছে বাড়ির সদস্যদের। রাতভর তল্লাশি চালানোর পরেও বৃহষ্পতিবারও তাঁর বাড়িতেই রয়েছেন আয়কর কর্তারা। চলছে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ।