Opposition Leader Subhendu Adhikari Approaches High Court to Stop Solidarity March Called by Mamata
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : আগামী ২২শে জানুয়ারি হয়তো জাতীয় ছুটি ঘোষণা করতে পারে কেন্দ্রের মোদী সরকার। অযোধ্যা রামমন্দির ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। দেশের প্রতিটি মানুষ অপেক্ষায় প্রহর গুনছেন। কবে রামলালের প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধামন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী। অযোধ্যা রামমন্দিরে দিকে নজর থাকবে সারা বিশ্ব জুড়ে। এই রকম একটি দিন চির স্মরণীয় করে রাখতে চান সমগ্র ভারতবাসী। আর দিন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পথে নামতে চলেছেন। ভিন্ন ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে আগামী ২২শে জানুয়ারি কলকাতার বিভিন্ন জায়গাতে এই সংহতি মিছিল হবে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়েছেন এই সংহতি মিছিলের কথা। ২৪ঘন্টা কাটতে না কাটতেই আদালতের স্মরণাপন্ন হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বিচারপতির হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছেন ২২শে জানুয়ারির সংহতি মিছিল পিছিয়ে দেওয়ার। পাশাপাশি তিনি আর আবেদন জানিয়েছেন রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন রাজ্যের বিভিন্ন জায়গাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের। মামলা দায়েরের অনুমতি বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে। আগামীকাল এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা।