Shuvendu at the home of an infected BJP worker in Bhagwanpur, standing there and challenging Mamata
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : গত রবিবার ভগবানপুরের হালদারপাড়ায় বিভিন্ন মামলায় অভিযুক্ত বিজেপি কর্মী অনুপ মাইতিকে গ্রেফতার করতে যায় পুলিশ। অনুপ মাইতির পরিবার ও গ্রামবাসীর অভিযোগ, বিজেপি কর্মী অনুপ মাইতিকে না পেয়ে তার বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় পুলিশ। এমনকি বিজেপি কর্মীর মা ও স্ত্রীকে হেনস্থা করে ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠক। বিজেপি কর্মীর পরিবারের সদস্যরা দুপুরের আহার করছিলেন। সেইসময় বাড়িতে চড়াও হয় পুলিশ। অভিযোগ, ঘরে ঢুকে ভাতের থালায় লাথি মেরে ফেলে দেয় পুলিশকর্মীরা।বুধবার সেখানে যান বিজেপি সাংসদ শুভেন্দু অধিকারি। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার বিশ্রাম দেব। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে একটাও ভোট পাবে না। কিছু মানুষ ও পুলিশের সহযোগীতায় তৃণমূলকে এরাজ্যে বাঁচিয়ে রেখেছে।
বিজেপি কর্মীদের পুলিশ নির্যাতন করছে, বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে। মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। বেশিদিন চলবে না। কোন রকমের নোটিশ ছাড়া যদি গ্রামে পুলিশ ঢোকে তাহলে শাঁক বাজান।, পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়ান৷ এছাড়া তিনি আরও বলেন, গ্রামে ৫০০ শঙ্খ তিনি বিতরণ করবেন। যদিও পুলিশের তরফে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। তবে শুভেন্দু অধিকারির শেয়ার করা ভিডিওতে ওসি গোপাল পাঠককে অভিযুক্ত বিজেপি কর্মীর বৃদ্ধা মাকে ধমকাতে দেখা যাচ্ছে।