Pakistan’s surgical strike in Afghanistan! 8 dead
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক আফগানিস্থানে। সোমবার ভোরবেলা আফগানিস্তানের সীমান্ত এলাকায় এলোপাথাড়ি বোমাবর্ষণ করে পাক সেনা। এই হামলায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতরা মহিলা ও শিশু ছিল, জানান তালিবান প্রশাসন। কেন এই সার্জিক্যাল স্ট্রাইক করলো পাক?
সূত্র মারফৎ জানা যাচ্ছে, পাকিস্তানি সেনার উপর হামলার পরই আফগানিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালায় পাকিস্তান। শনিবার পাকিস্তানে আত্মঘাতী হামলায় প্রাণ হারান অন্তত ৭ পাক সেনা জওয়ান। বিস্ফোরক বোঝাই ট্রাক নিয়ে হামলা চালায় এক জঙ্গি। বোমা বিস্ফোরণের পাশাপাশি গুলিও চালানো হয় বলে জানা গিয়েছে। খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানে এই হামলা হয়। এই ঘটনার পরই পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। তারপরেই আফগানিস্তান সীমান্তে লাগাতার বোমাবর্ষণ শুরু করে পাক সেনা।