Today SSC case hearing in the Supreme Court, what is the future of 26 thousand jobless teachers?
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: প্রায় ২৬ হাজার শিক্ষকদের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। এর পরেই সুপ্রিম কোর্টে সেই রায় চ্যালেঞ্জ করে মামলা করেছে রাজ্য সরকার। আজ শীর্ষ আদালতে স্কুল সার্ভিস কমিশনের মামলার শুনানি। হাইকোর্টের রায়ে চাকরিহারা শিক্ষকদের ভবিষ্যৎ নির্ভর করবে তিন বিচারপতি বেঞ্চের রায়ের উপরেই। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সঙ্গে এই বেঞ্চে থাকছেন বিচারপতি জে পি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। মোট চারটি মামলার একসঙ্গে শুনানি হবে।
এদিন দুপুর ১২টা নাগাদ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটি ওঠার কথা রয়েছে। রাজ্য সরকারের পাশাপাশি সুপ্রিম কোর্টে আবেদন করেছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন এবং গোপীনাথ ভঞ্জ সহ অন্যরা। এদিন আবেদনকারীদের হয়ে সওয়াল করবেন অভিষেক মনু সিংভি, মুকুল রোহতগি, পার্থসারথি দেববর্মন, মীনাক্ষি অরোরা, পি এস পাটওয়ালিয়ার মতো সিনিয়র আইনজীবীরা। অন্যদিকে, বিবাদীর পক্ষের আইনজীবী থাকবেন বিকাশরঞ্জন ভট্টাচার্য।
গত সোমবার, ২১ তারিখ হাই কোর্টের নির্দেশের পরদিনই শহিদ মিনারে জমায়েত করেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা। তৈরি হয় ‘যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ’। সেই মঞ্চের তরফে ইতিমধ্যেই ৬ জন প্রতিনিধি দিল্লি গিয়েছেন। দেশের শীর্ষ আদালতে শুনানির দিকে তাকিয়ে আশায় বুক বাঁধছেন অনেকেই। সকলেই চাইছেন, হাই কোর্টের রায়ে ‘স্থগিতাদেশ’ দিক শীর্ষ আদালত।