Yoga guru Baba Ramdev and managing director of Patanjali organization were not spared in Supreme Court despite unconditional apology
দেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
বড়সড় বিপাকে যোগগুরু বাবা রামদেব এবং পতঞ্জলি সংস্থার ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণ। বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচারের অভিযোগে সুপ্রিম কোর্টে চলতে থাকা মামলায় নিঃশর্তে ক্ষমা চেয়েও সুবিধা করতে পারলেন পতঞ্জলির দুই শীর্ষ কর্তা।
বিপাকে যোগগুরু রামদেব, আদালতে ক্ষমা প্রার্থনাকরেও শেষ রক্ষা হলো না।আইএমএর করা মামলায় আরো বিপাকে যোগগুরু রামদেব ও তার সংস্থা। কোর্টের নির্দেশ অবমাননার অভিযোগে তাকে সশরীরে আদালতে আসতে হয় মঙ্গলবার। সেখানেই নিঃস্বার্থ ক্ষমা চেয়ে নেন রামদেব। বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে বিভ্রান্তি তৈরির অভিযোগ রয়েছে রামদেব এবং তার সংস্থার ডিরেক্টর বালাকৃষ্ণার বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালের নভেম্বরে তার সংস্থার তরফে আদালতকে জানানো হয়েছিল যে তারা এমন কোনোরকম বিজ্ঞাপন করবেন না যাতে অন্য মেডিক্যাল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে, যদিও সেই নির্দেশ তারা নিজেরাই অমান্য করে পরবর্তীতে কোভিড টিকা নিয়ে প্রচার করতে গিয়ে। এর পরই শীর্ষ আদালতের তরফে তাদের নোটিস দেওয়া হয়। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো উত্তর না দেওয়ায়, তাদের সমন করা হয় গত ১৯ মার্চে। শেষ মেশ এদিন যোগগুরু রামদেব এবং বালাকৃষ্ণা আদালতের কাছে নিঃস্বার্থ ক্ষমা চেয়ে নেন। এপ্রিলের ১০ তারিখ এই মামলার পরবর্তী শুনানি। এর মধ্যেই নতুন করে হলফনামা জমা করার নির্দেশ দেওয়া হয়েছে তাদের।